ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অনৈতিকভাবে ডাকা হরতাল ও লাগাতার অবরোধ ২১ জানুয়ারির (বুধবার) মধ্যে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রমিক লীগ মিছিল নিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করবে।
লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে ঘেরাও কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি থেকেই গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন তার কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেয়া হলেও তিনি বাসায় ফিরেননি। তবে বাসার বাইরে অন্য কোথাও তিনি যেতে পারবেন কি না তা এখনো স্পষ্ট নয়।