বৃহত্তর সুত্রাপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল রহিম ভুইয়া আশিক কে আজ দুপুর ১২ টার দিকে ওয়ারী এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যায় ওয়ারী থানা পুলিশ। জেড ফোর্সের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রবাসনিউজকে এ ঘটনার সত্যয়তা নিশ্চিত করেন।
জি.খান/প্রবাসনিউজ২৪.কম