সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ করেছেন সুপ্রীম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।
সুপ্রীম কোর্ট বারের সামনে বুধবার দুপুরে হরতালের পক্ষে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আইনজীবীদের এ শপথবাক্য পাঠ করান।
আওয়ামী সরকারকে অগণতান্ত্রিক ও গণবিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার ভাওতাবাজি করে ক্ষমতায় এসেছে।’
এই সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের সকল জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
‘আওয়ামী লীগকর্মীরা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।’
বুধবার দুপুরে ২০ দলীয় জোটের ডাকা হরতালের পক্ষে-বিপক্ষে সুপ্রীম কোর্টে মিছিল-সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা।
আতিক/প্রবাস