ঢাকা : হরতাল-অবরোধ চলাকালে নাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রলবোমা ছুঁড়ে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। স্পট থেকে এসব দুর্বৃত্তদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার।
তিনি জানান, দেশের সব জেলা ও উপজেলায় সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটি আরো সক্রিয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটিতে সুশীল সমাজ, শিক্ষক, ব্যবসায়ীসহ অনেকই থাকবেন।
দেশে সুস্থ রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, পেট্রল বোমা মেরে দাবি আদায় করা গেলে কেউ রাজনীতি করতো না। পেট্রল বোমায় মানুষ পুড়িয়ে যারা অবরোধ করে তারা মূলত দেশ থেকে রাজনীতি বিদায় করতে চায়। দেশে রাজনৈতিক কর্মকা- বাঁচিয়ে রাখার স্বার্থে এবং রাজনীতিকে পুনরুদ্ধারের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নাশকতাকারীদের ধরিয়ে দিলে সরকার পুরস্কার দেবে বলে জানান। এরপর জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারের কথা উল্লেখ করে পুরস্কারের পরিমাণ নির্ধারণ করে তা ঘোষণা দেয়ার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি নির্দেশ দেন।