ঢাকা : ২০ দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার, গুম-খুন, নাশকতা চালিয়েও শেষ রক্ষা হচ্ছে না দেখে স্বৈরাচারী সরকার এখন তথাকথিত ‘বন্দুকযুদ্ধের’ নিষ্ঠুর নাটক সাজিয়ে তাদের হত্যা করছে বলে মন্তব্য করেছে ২০ দলীয় জোট।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার ২০ দলের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। সেই সঙ্গে এর তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে গিয়ে হত্যার তণ্ডবে মেতে উঠেছে সরকার।