শেখ জাহিদুজ্জামান: স্বল্প সময়ের বাংলাদেশ সফরে আসা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় পা রাখলেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির প্রোভিসি ইন্টারন্যাশনাল ফেকাল্টি ইন সায়েন্স এর প্রফেসর এনড্রিস স্টেল বভিকস। আজ বুধবার সকাল ১১টায় এনড্রিস স্টেল বভিকস ও প্রফেসর সৈয়দ মফিজুল ইসলাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট স্থায়িত্বকালের এ পরিদর্শনে তিনি ক্যামব্রিয়ান আইটি ডিপার্টমেন্ট, ডিজিটাল লাইব্রেরি, ডকুমেন্টরী জোন, ফিজিক্স ল্যাব, গণিত ল্যাব, ডিজিটাল শ্রেণিকক্ষ, ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি ও ক্যমব্রিয়ান টিচার্স ট্রেনিং এর বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন তিনি।
এনড্রিস স্টেল বভিকস ও প্রফেসর সৈয়দ মফিজুল ইসলামকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, ক্যামব্রিয়ান কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ মাহবুব হাসান লিংকন, ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির কো-অর্ডিনেটর এইচ.সি. সরকার ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পরিদর্শনকালে এনড্রিস স্টেল বভিকস বলেন, বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিকে সম্বৃদ্ধ করতে ক্যামব্রিয়ান যেভাবে কাজ করে চলেছে তাতে আমি মুগ্ধ।
উল্লেখ্য, ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির একঝাঁক ক্ষুদে প্রতিভাবান শিল্পীদের নাচ ও গান উপভোগ করেন এনড্রিস স্টেল বভিকস ও তাঁর সহকারী প্রফেসর সৈয়দ মফিজুল ইসলাম।