ভিসিপন্থি নীল দলের ভরাডুবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো শিক্ষক সমিতির নির্বাচনে ভিসিপন্থি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এর ভরাডুবি হয়েছে।

১৫টি পদের শুধুমাত্র একটি সদস্য পদ ছাড়া বাকি সবগুলো পদেই জয় পেয়েছে আওয়ামীপন্থি ও প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’।

‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর প্যানেল থেকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরএম হাফিজুর রহমান সভাপতি এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ঘন কুয়াশা আর তীব্র শৈত্যপ্রবাহের মধ্যেই সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় ৩ নম্বর একাডেমিক ভবনে ভোটগ্রহণ শেষ হয়।

ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ মাজেদুল হক।

সংগঠনটির মোট ১শ ৩৯ জন ভোটারের মধ্যে ১শ ২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ থেকে অন্যান্য পদে নির্বাচিত হলেন- সহ-সভাপতি কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম ফরিদ-উল-ইসলাম, কোষাধ্যক্ষ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার, যুগ্ম-সম্পাদক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিউল আজম খান।

এছাড়া ১০ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন- গণিত বিভাগের প্রভাষক মো. হান্নান মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক তাবিউর রহমান প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইদুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আতিউর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূরুল হুদা লিটন, রসায়ন বিভাগের প্রভাষক তানিয়া তোফাজ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আব্দুর রকিব, এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. সাখাওয়াত হোসেন।

উপাচার্যপন্থি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এর দেয়া প্যানেল থেকে শুধুমাত্র বাংলা বিভাগের ড. আবু ছালেহ মো. ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ) সদস্য পদে জয় পান। এছাড়া বাকি সবগুলোতে ধরাশয়ী হন নীল দলের শিক্ষকরা।

উল্লেখ্য, গত দুটি নির্বাচনেও ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *