ক্যাম্পাসেই জবির বাসে আগুন

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকদের পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। সহকারী প্রক্টর কাজী মোহাম্মদ নাসির উদ্দিন বাংলামেইলকে ঘটনা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় থেকে মিরপুর রোডে চলাচলকারী শিক্ষক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ০০৪৯) আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে আগুন লাগানোর পর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-কর্মচারীরা তা নিভিয়ে ফেলে।

এ ব্যাপারে জবি পরিবহন পুলের প্রশাসক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, ‘পার্কিং করা একটি শিক্ষক পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভানো হলেও বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *