পাকিস্তান জামায়াত ইসলামীর ওয়েবসাইট দ্বিতীয়বারের মতো হ্যাক করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ হ্যাকার সংগঠন সাইবার ৭১। মঙ্গলবার সন্ধ্যার দিকে পাকিস্তান জামায়াত ইসলামীর ওয়েবসাইট হ্যাক করে সেখানে নিজেদের বার্তা টানিয়ে দেয় সাইবার ৭১।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সাইবার ৭১ জানিয়েছে, পাকিস্তান জামায়াতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা না বলতে সতর্ক করে দিয়ে সংগঠনটির পাকিস্তানি ভাষার (http://jamaat.org) এবং ইংরেজি সংস্করণের (http://english.jamaat.org) ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।
বাংলাদেশী হ্যাকার সংগঠন ৭১ কর্তৃক পাকিস্তান জামায়াত ইসলামীর ওয়েবসাইট হ্যাকের খবরটি পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন (http://tribune.com.pk/story/824698/bangladeshi-hackers-take-down-jis-website) সহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।
পাকিস্তান জামায়াত ইসলামীর সেক্রেটারি সাজ্জাদ আব্বাসী দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, ওয়েবসাইটি হ্যাক হওয়ার পর তা বর্তমানে নিক্রিয় রাখা হয়েছে এবং তাদের কম্পিউটার বিশেষজ্ঞ দল দ্রুত ওয়েবসাইটি চালুতে কাজ করছে।’
উল্লেখ্য, বাংলাদেশীদের হুমকি দেওয়ার প্রেক্ষিতে এর আগে গত বছরের ১১ মে পাকিস্তান জামায়াতের ওয়েবসাইট হ্যাক করেছিল সাইবার ৭১।