ঢাকা: ব্ল্যাকহেডসের কারণে ত্বক অমসৃণ, নোংরা, ও কালো দেখায়। কোনো অনুষ্ঠানে বা বাইরে যাওয়ার উদ্দ্যেশে কষ্টের সাজগোজই বৃথা হয়ে যায়। তাই ব্যথা পেলেও আপনার মুখের অবাঞ্ছিত ব্ল্যাকহেডস দূর করতে চান। কেউ আবার পার্লারে গিয়ে পরিষ্কার করান কিন্তু কিছুদিন পর তা আবার দেখা দেয়। অথচ ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করেই ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নেয়া যাক ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার ব্যথাহীন ঘরোয়া পদ্ধতি।
যা যা লাগবে
একটা ডিমের সাদা অংশ, অর্ধেক লেবুর রস, মধু ১ চা চামচ।
যেভাবে করবেন
প্রথমে মুখে গরম পানির ভাপ নিন। এবার শুকনো তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিতে হবে। ডিমের সাদা অংশ, লেবুর রস ও মধুর মিশ্রণটি আঙ্গুল দিয়ে পুরো মুখে ম্যাসাজ করে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর হালকা শুকিয়ে গেলে আক্রান্ত স্থানে নরম কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর আবার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে আলতো করে মুখ মুছে নিন। ১ ফোটা অলিভওয়েল লাগিয়ে নিন পুরো মুখে। সপ্তাহে দুইবার এই পদ্ধতি অনুসরণ করলে ব্ল্যাকহেডসের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, বারবার ফিরেও আসবে না।