অবরোধের আগুন যাত্রীবাহী ২ লঞ্চে

বরিশাল-ঢাকা নৌরুটে দু’টি যাত্রীবাহী লঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বরিশাল নৌবন্দরের টার্মিনালে এ ঘটনা ঘটে।

তবে এতে লঞ্চ দু’টির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর বিভাগ।

বরিশাল বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আবুল বাশার মজুমদার বাংলামেইলকে জানান, মঙ্গলবার রাতে যাত্রী নিয়ে লঞ্চ দুটি ঢাকা যাওয়ার আগ মুহূর্তে এমভি পারাবত -১০ লঞ্চের ১০৩ নম্বর এবং সুন্দরবন-৭ লঞ্চের ৩১৬ নম্বর কেবিনে আগুন জ্বলতে দেখা যায়। পরে লঞ্চের স্টাফরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনে লঞ্চ দুটির কেবিনের বেডসিট পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণের পর রাত সোয়া ৯টার দিকে লঞ্চ দু’টি ফের যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

পুলিশের ধারণা, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াতেই কেউ এ আগুন লাগাতে পারে।

One thought on “অবরোধের আগুন যাত্রীবাহী ২ লঞ্চে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *