ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘একটি অফিসে বসে খালেদা জিয়া মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। খুনের নির্দেশ দিয়ে খালেদা জিয়া খুনীর কাতারে নাম লিখিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। সে সময় তার স্বামী তাকে নিতে ব্যর্থ হয়েছেন। তিনি আজকের বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলছেন।’
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মঙ্গলবার ‘পয়েন্ট অব অর্ডারে’ তিনি এসব বলেন।
খালেদা জিয়াকে ‘নিষ্ঠুর ও পাষাণ’ আখ্যায়িত করে তোফায়েল আহমেদ আরো বলেন, ‘তিনি এতোটাই নিষ্ঠুর ও পাষাণ যে তিনি তার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের জন্মদিনে কবর জিয়ারত করতেও যাননি। তিনি কী নিষ্ঠুর হতে পারেন, কী পাষাণ হতে পারেন। নির্দেশ দিয়ে নিরাপরাধ মানুষদের তিনি হত্যা করেছেন।’
‘মানুষ রাজনীতি করে জনগণের জন্য। খালেদা জিয়া তার অফিসে থাকবেন। যতোক্ষণ এ সরকারের মাধ্যমে তিনি নির্বাচন আদায় করতে না পারবেন। এটা কেমন রাজনীতি?’
খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘বিশ্ব ইজতেমায়ও তিনি হরতাল ও অবরোধ ডেকেছেন। লাখ লাখ মানুষ ইজতেমায় অংশ নিয়ে প্রমাণ করেছেন, তার অবরোধ প্রত্যাখ্যান করেছেন। রংপুরে ১৩ জানুয়ারি শিশুসহ ৫ জনকে পুড়িয়ে মেরেছেন। আজকেও উজিরপুরে একজন নিরাপরাধ হেলপারকে মেরেছেন।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলন কাকে বলে, খালেদা জিয়া আপনি বোঝেন না। এই মহিলা বিএনপির চেয়ারপারসন। তার টার্গেট হলো গরীব দুঃখী মানুষ, শ্রমিক, হেলপার। এটা রাজনীতি? এতে তিনি সফল হবেন না। কোনো আন্দোলনে তিনি সফল হননি। তিনি আগেও ক্ষমতায় থাকতে চেয়েছেন, পারেননি।’
‘ইয়াজউদ্দিনকে প্রেসিডেন্ট করে আবারো ক্ষমতায় থাকতে চেয়েছেন, পারেননি। ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে চেয়েছেন তিনি, পারেননি। তিনি কোথাও সফল হননি।’
তোফায়েল আরো বলেন, ‘বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানাতে চান। কিন্তু তিনি সফল হবেন না। যে আন্দোলনে মানুষ নামে না। এ নিষ্ঠুর নেত্রী। যে মুহূর্তে আমাদের সন্তানদের হাতে কোটি কোটি বই তুলে দেয়া হয়েছে, আজকে তারা স্কুলে যেতে পারে না। এই শিশুদের মারতেও খালেদা জিয়া নির্দেশ দিতে পারেন। তিনি দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চান।’