বইমেলায় আসছে “আমিরাতের পথে-ঘাটে”

দুবাই প্রতিনিধি: দুবাই প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি ও আমিরাত বাংলা মাসিক মুকুল সম্পাদক লুৎফুর রহমান ‘র যৌথ ভ্রমণগ্রন্থ ‘আমিরাতের পথে-ঘাটে’ আসছে একুশের বইমেলা ২০১৫ তে। বইটি পৃষ্ঠাপোষকতা করেছে বাংলাদেশ সোস্যাল ক্লাব, দুবাই।
জয়ন্ত আহসানের প্রচ্ছদ অংকনে বইটি প্রকাশ করেছে ঢাকার জলছাপ প্রকাশন। বইটিতে দেশের প্রথম সারির বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত নানা সময়ের ভ্রমণ বিষয়ক লেখকদ্বয়ের লেখাগুলো পাঠকদের দেবে ভ্রমণের খোরাক। ঘরে বসে আরব আমিরাতের প্রত্নতাত্তিক নিদর্শন, ইসলামিক স্থাপনা ও সব ধরণের পর্যটন বিষয়কে প্রাধান্য রেখে বইটি লেখা হয়েছে বলে জানিয়েছেন লেখকরা। বর্তমানে বিশ্ব ভ্রমণ বলতে গেলেই আরব আমিরাত তথা দুবাইকে বাদ দেয়া যায়না, গিনেজ বুকে নাম করে নিয়েছে পর্যটনের যেসব স্থাপনা তার সিংহভাগই রয়েছে এই বইয়ের লেখায়। বইটি পাওয়া যাবে একুশে বইমেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *