“জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের উদ্দেগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন পালিত “

বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলা উদ্দেগে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

10941298_871919846207548_401666709_n

এতে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সংসদের নেত্রী জনাবা শিউলী শিকদার,,,, এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের তারেক কবির,মজিবর রহমান দিপু, মো: রুহুল আমিন, কেরামত আলী রাজু, আবু সাদাত মো: জাবের, নাহিদা খান স্নিগ্ধা, নাসিমুল গনি খান, প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *