রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কলাভবনে বিএনপি-জামায়াত সমর্থিত দলের একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন সময়ে কলাভবনে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা এটির বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের এসআই তৈহিদ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থল গিয়ে একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.এম আমজাদ আলী জানান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেরসামনে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করে।
তবে হরতাল বা অবরোধকারীরাই এ বিস্ফোরণটি ঘটিয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।