সৌদির শ্রমবাজার উন্মুক্ত হওয়া ঘণ্টার ব্যাপার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী বলেছেন, ‘সৌদি সরকার বাংলাদেশকে খুবই পজেটিভলি দেখছে। আর সে কারণে বছর নয় মাস নয়, সৌদি আরবে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত হওয়া এখন ঘণ্টার ব্যাপার।

গতকাল সোমবার রাতে রিয়াদ প্যালেস হোটেলে রিয়াদ মন্ত্রীর সৌদি সফর উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী সৌদি প্রবাসীদের প্রশংসা করে বলেন, ‘সৌদি শ্রমমন্ত্রীর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এখানে আমাদের ভাবমূর্তি আগের চেয়ে অনেক ভালো।’

এখানে যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, তারা দেশের কথা চিন্তা করে, ২২ লাখেরও বেশি বাংলাদেশী প্রবাসীর কথা চিন্তা করে এসব কাজ থেকে বিরত থাকবে বলে আশা প্রকাশ তিনি।

মন্ত্রী বলেন, ‘মক্কা এবং মদিনার মতো পবিত্র জায়গায়ও আমাদের কিছু লোকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল, যার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে আমাদের ভিসা বন্ধ ছিল। তবে আশা করি, এখন আর ভিসার সমস্যা হবে না, চলতি মাসের মধ্যে সৌদি থেকে একটা টিম যাবে বাংলাদেশি শ্রমিক চাহিদা নিয়ে এবং এখন থেকে আর দালালের মাধ্যমে বেশি টাকা কিংবা প্রতারণার শিকার হতে হবে না কোনো বাংলাদেশিকে।’

তিনি বলেন, ‘বর্তমানে আমরা মাত্র ২৪ হাজার টাকায় মালয়েশিয়ায় লোক পাঠাচ্ছি। সৌদি আরবের বাজার উন্মুক্ত হলে মাত্র বিশ হাজার টাকায় এখানে লোক আসতে পারবে। সৌদি সরকার আইন করেছে, উচ্চমূল্যে ভিসা বিক্রির প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ বছরের জেল দেয়া হবে। ২০১৩ সালে প্রণীত আমাদের অভিবাসন আইনেও আইন লঙ্ঘনকারীকে শাস্তির আওতায় আনা হবে।’

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি ) প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কয়েকদিনের মধ্যেই ঢাকা থেকে ২০/২৫টি টিম আসবে। তারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে গিয়ে মোবাইল টিম হিসেবে এমআরপি এনরোলমেন্ট সম্পন্ন করবে।’

মোবাইল টিমকে সহযোগিতা করে নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে পাসপোর্ট পাইয়ে দিতে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বক্তার বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজনীতি আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। আমরা চাইলেও তা থেকে বেরিয়ে আসতে পারব না। তবে বর্তমানে দেশে যা হচ্ছে একে আমরা রাজনীতি বলি না। দেশের মানুষ এদের  কখনো মেনে নেবে না।’

মন্ত্রী বলেন, ‘এখন যা হচ্ছে তা সন্ত্রাসবাদ, এক সাপ্তাহর মধ্যে এই সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করবো।’

সূত্রমতে, সৌদি আরবে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস, দক্ষতা উন্নয়ন এবং কর্মীদের অধিকার, কল্যাণ ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মন্ত্রী গত শনিবার আট সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে পোঁছান।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. নাজমুল ইসলাম এবং মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *