খালেদা জিয়ার অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি দেশব্যাপী যে অরাজকতা চালাচ্ছে তা কোন রাজনৈতিক কর্মসূচি নয়।
সোমবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘আমারা আশা করেছিলাম খালেদা জিয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেবেন। কারণ জনগণ তো দূরের কথা তার নিজ দলের নেতাকর্মীরাই মাঠে নাই। কিন্তু তিনি সেটি না করে আবারো অবরোধের নামে পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।’
একজন সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের প্রতি অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বলেন, মানুষ হত্যা বন্ধ করে নিয়মতানি্ত্রক পন্থায় ফিরে আসুন।