পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ চলবে: খালেদা জিয়া (ভিডিও)

ঢাকা: পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চলবে বলে জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় নিজেকে আবরুদ্ধ দাবি করে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। তিনি বলেন, মিছিল বের করলেই গুলি চালানো হচ্ছে। পুলিশের ছত্রছায়ায় ক্ষমতাসীনরাও হামলা চালাচ্ছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে দেশে-বিদেশে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আজ শিক্ষার্থীদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হচ্ছে। আমরা এসবের নিন্দা জানাই। মানুষের জীবনের বিনিময়ে আমরা রাজনীতি করতে চাইনা। লগি বৈঠা আর পুলিশ খুনের রাজনীতি আওয়ামী লীগই করেছে। তিনি আরও বলেন, যৌথ বাহিনীর অভিযানের নামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। হত্যার উদ্দেশে রিয়াজ রহমানের ওপর হামলা করা হয়েছে। অনেক জায়গায় আমাদের বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে। অপরাজনীতি বন্ধ করুন। জনগণকে শান্তি দিন।
ভিডিও দেখুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *