আইএসআইএস-এর বাংলাদেশের প্রধান সমন্বয়কসহ চারজন গ্রেফতারের পর সোমবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক বিফিংয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম এ তথ্য জানান।
রোববার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় পৃথক অভিযান চালিয়ে আইএসআইএস এর বাংলাদেশের প্রধান সমন্বয়ক মো.সাখাওয়াতুল ইসলাম, মো. আনোয়ার হোসেন ওরফে বাতেন, মো. রবিউল ইসলাম ও মো. নজরুল ইসলাম কে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল, সিপিইউ, চার্জার, মডেম, পেনড্রাইভসহ বিভিন্ন প্রকার ডিভাইস উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি কর্মকর্তা শেখ নাজমুল আলম বলেন, ‘বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহসহ, পাকিস্তান আইএস-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আসছিল গ্রেফতারকৃতরা।’
তিনি আরো বলেন, ‘নজরুল ইসলামসহ বেশ কয়েকজন আইএসআইএস এর অর্থযোগানদাতা রয়েছেন এখানে। তারা বিভিন্ন দেশে সংঘটিত জঙ্গি যুদ্ধের ভিডিও ফুটেজ দেখিয়ে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে।’
এছাড়ও গ্রেফতারকৃতরা তুরস্ক, লেবানন সিরিয়া হয়ে ইরাকে কর্মী সরবরাহের চেষ্টায় সক্রিয়ভাবে কাজ করে আসছিলো বলেও তিনি জানান।