রাতে নেতাদের সঙ্গে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন খালেদা জিয়া

দীর্ঘ ১৬ দিন পর গুলশানের কার্যালয় থেকে পুলিশি ব্যারিকেড সরলেও আপাতত সেখানেই থাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
লাগাতার অবরোধ চলাকালীন তিনি কার্যালয় থেকে বের হবেন না বলে জানিয়েছেন দলটির এক শীর্ষ নেতা।
তিনি বলেন, ‘রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়া পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।’
দীর্ঘ ১৬ দিন পর রবিবার রাত আড়াইটার দিকে হঠাৎ করেই খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনের রাস্তার কয়েক গজ উত্তরদিকে আড়াআড়িভাবে রাখা দুটি পুলিশভ্যান ও দক্ষিণ দিকে রাখা একটি পানিকামানের ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ।
প্রত্যাহার করা হয় কার্যালয়ের সামনে মোতায়েন করা নারী ও পুরুষ পুলিশ সদস্যদের। ৮৬ নম্বর সড়কের দুইপ্রান্তে পুলিশের তল্লাশি চৌকিও সরানো হয়।
তবে মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুলিশ। কার্যালয়টির নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সিএসএফের সদস্যরা।
কার্যালয়টিতে এখনো অবস্থান করছেন খালেদা জিয়াসহ দলের বেশ কয়েকজন নেতা। কার্যালয়টিতে অবস্থানরত দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, কার্যালয়ের সামনে থেকে পুলিশের ব্যারিকেড সরালেও বিরোধী জোটকে দমন করতে অমানবিক নির্যাতন চালাচ্ছে সরকার।
তিনি বলেন, ‘আমাদের অবরোধ কর্মসূচি চলছে। কর্মসূচি চলাকালীন ম্যাডাম কার্যালয়েই অবস্থান করবেন।’
সোমবার রাতে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন বলেও জানান সেলিমা রহমান।
৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ ঘিরে গত ৩ জানুয়ারি রাত থেকে কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এরপর সেখান থেকেই তিনি ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
সেদিন থেকেই খালেদা জিয়ার সঙ্গে কার্যালয়ে অবস্থান করছেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল-আমিন ডিউ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও আরেক মহিলা নেত্রী হেনা আলাউদ্দিন, চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা সমন্বয়কারী লে. কর্নেল (অব.) আবদুল মজিদ, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলানগরস্থ তার মাজারে পুলিশ বাধা দিলেও পরে শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র নেতারা।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *