ঢাকা: রাজধানীর মতিঝিলে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার দুপুর ২টার দিকে বাসে আগুন দেয়ার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মতিঝিল থানার এসআই আলমাস।
তিনি জানান, বেলা ২টার দিকে মতিঝিল মধুমিতা ভবনের পেছনে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বাসের বেশির ভাগ সিট আগুনে পুড়ে গেছে।