ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মান দেখিয়ে গ্রেপ্তার করা হয়নি। তবে দেশবাসী চাইলে সরকার যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবে।’
সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে সে ক্ষেত্রে বিএনপিকে সহযোগিতা করবে সরকার।’
আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘যারা নৈরাজ্য করে, জীবন্ত মানুষ মারে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।’ খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়কে ‘সমস্ত সন্ত্রাসের হেডকোয়ার্টার’ হিসেবে আখ্যায়িত করেন এই নেতা।
তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশে রাজনীতির নামে ডাকাতি করছে। তাদের তাড়াতে হবে, বিতাড়িত করতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।
এদিকে গত ৫ জানুয়ারি সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন খালেদা জিয়া। ওই কর্মসূচির মধ্যেই গত ২ সপ্তাহ তিনি গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। যদিও রোববার গভীর রাতে সরকার কার্যালয়ের সামনে থেকে পুলিশের পাহারা সরিয়ে নিয়েছে।