ঢাকা: শিবিরের ধাওয়ায় পুলিশ পিছু হটেছে বলে দাবি করেছে সংগঠনটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।
এতে বলা হয়, ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের ১৪তম দিনে রাজধানীর উত্তরা ও তেজগাঁও এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। এসময় রাস্তা অবরোধ করা হয়।
শিবিরের দাবি, সোমবার সকাল পৌনে ৮টায় তেজগাঁও ফ্লাইওভারের বিজয় সরণীর মুখে রাজপথে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে শিবিরকর্মীরা। এসময় দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ শিবিরকর্মীদের ধাওয়া দেয়ার চেষ্টা করলে শিবিরকর্মীরা পাল্টা ধাওয়া দিলে পুলিশ পিছু হটে।
ঢাকা মহানগরী উত্তরের কলেজ কার্যক্রম সম্পাদক আলী আহসানের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী ফাউন্ডেশন সম্পাদক মাইনুল ইসলাম, তেজগাঁও থানা সভাপতি হাসান আল বান্না, সেক্রেটারি কাউসার হোসেনসহ স্থানীয় শিবির নেতারা।
এদিকে সকাল ৮টায় ঢাকা মহানগরী উত্তরের অর্থ সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে একটি মিছিল উত্তরার দক্ষিনখান থেকে শুরু হয়ে জসিমউদ্দিন এলাকার কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্য ও রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরী প্রশিক্ষণ সম্পাদক আজিজুল ইসলাম সজীব, দক্ষিণখান থানা সভাপতি কামরুজ্জামান সোহাগ, উত্তরখান সভাপতি কেরামত আলী, বিমানবন্দর থানা সভাপতি জাকেরুল ইসলামসহ স্থানীয় শিবির নেতারা।