বৈধ কাগজপত্র না থাকায় এক বাংলাদেশী পরিবারের ৫ সদস্যকে গতকাল আটক করেছে ভারতীয় পুলিশ। আটককৃতরা হলেন মোহাম্মদ সিদ্দিক, তার স্ত্রী পারভীন বানু, তাদের ছেলে সাজিদ, মেয়ে আয়শা ও আলিয়া। গাজিয়াবাদ পুলিশ তাদেরকে শহিদাবাদ এলাকার আলি প্রেম গার্ডেনে অবস্থিত বাসা থেকে আটক করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এক তথ্যদাতার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। তথ্যদাতা জানিয়েছে, মোহাম্মদ সিদ্দিক ও তার পরিবার ১৯৯১ সাল থেকে ভারতে বসবাস করছেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে সিদ্দিক পুলিশকে জানিয়েছেন, ভারতে যাবার পূর্বে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। শৃংখলা বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপর তিনি ভারতে নিজের স্ত্রীর সঙ্গে পাড়ি জমান। ২০০৬ সালে দিল্লি পুলিশ তাকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তিনি এরপর আবার ভারতে চলে যান। তাদের চার সন্তানের সকলে ভারতে জন্মগ্রহণ করেছেন। শহিদাবাদ পুলিশের পরিদর্শক উপেন্দ্র যাদভ বলেছেন, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তাদের আটক করেছে। তাদেরকে শীঘ্রই বিচারের মুখোমুখি করা হবে।
আতিক/প্রবাস