চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামকে (৫২) ধারালো অস্ত্রাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ছয়ঘরিয়া গ্রামের রাস্তার উপরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ছয়ঘরিয়া গ্রামের রাস্তার উপরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পালিয়ে যাওয়ার সময় পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সিরাজুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ছয়ঘরিয়া গ্রামে পুলিশ পাঠানো হয়েছে ।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস বিএনপি নেতা সিরাজুলকে হত্যার জন্য আওয়ামী লীগকে সরাসরি দায়ী করে জানান, চলমান আন্দোলন সংগ্রাম বাধাগ্রস্ত করতে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।