‘চলচ্চিত্রে আরিয়ান’ প্রসঙ্গে মুখ খুললেন শাহরুখ

বাবা বলিউড কিং। এর মধ্যে ছোট ছেলে আবরামকে দেখা গেছে সিনেমার পর্দায়। তাই তো সবার আগ্রহ কবে অভিনয়ে আসছেন শাহরুখ পুত্র আরিয়ান? সম্প্রতি এ নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন শহরুখ খান।

ভারতের একটি প্রধান দৈনিক পত্রিকাকে কিং খান জানান, ‘না,এখনই সে অভিনয়ে আসছে না।’ ধুম সিক্সে আরিয়ানের অভিনয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো এ বিষয়ে কিছু বলিনি। যারা এ বিষয়ে বলেছেন, তাদের জিজ্ঞেস করুন।’

তিনি আরও বলেন, ‘সে এখনও অনেক ছোট। সে আগে পড়ালেখা শেষ করুক। তারপর এ বিষয়ে চিন্তা করবে। এখন তাকে ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে নিয়ে আসার কোনো চিন্তা করছি না।’

আরিয়ান খুব একটা ‘মিডিয়া ফ্রেন্ডলি’ নয়। সে খুব লাজুক। আমার মেয়ে সুহানা ভবিষ্যতে নায়িকা হতে চায়।’ সংবাদমাধ্যমটিকে এমনটাই বলেছেন বলিউড বাদশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *