মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনের সেবা দিতে আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। অ্যাপল ইতিমধ্যে ‘অ্যাপল পে’ নামের একটি প্রতিষ্ঠান কিনেছে। মোবাইলে অর্থ লেনদেনের সেবা নিয়ে কাজ করছে স্যামসাংও। এবারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মোবাইলে অর্থ লেনদেনের এ ক্ষেত্রটিতে নামছে গুগল ইনকরপোরেশন। সফট কর্ড নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। গুগলের সংশ্লিষ্ট সূত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপলের মোবাইলে অর্থ লেনদেনের সেবাটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই গুগল সফট কর্ডকে কিনে নিচ্ছে বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। সফট কর্ডকে কিনতে ১০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি দাম প্রস্তাব করেছে গুগল। বর্তমানে সফট কর্ডের মালিকানা রয়েছে যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি, ভেরিজন ওয়্যারলেস ও টি-মোবাইলের কাছে। এই তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে মোবাইলে অর্থ লেনদেনের সেবাটি চালু করেছে।
অবশ্য, মোবাইলে অর্থ লেনদেন সেবা চালু করা প্রসঙ্গে গুগল ও সফট কর্ডের কোনো কর্মকর্তা মুখ খোলেননি।