বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরায় অনুষ্ঠিত ‘দি পার্টনারশিপ সামিট-২০১৫’ তে শনিবার বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে একান্ত বৈঠকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ এই আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী রাজস্থানের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব অবহিত করেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করেন। তিনি রাজস্থানে তৈরীপোশাক শিল্প গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা রাজস্থানে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।