দেশের বাজারে এসেছে আসুস ব্র্যান্ডের ইটি২২৩০আইইউটি মডেলের নতুন মাল্টি টাচস্ক্রিন ফাংশনের অল-ইন-ওয়ান কম্পিউটার। এতে রিমোট কন্ট্রোলারসহ বিল্ট-ইন টিভি কার্ড থাকায় কাজের পাশাপাশি বিনোদনেও ব্যবহার করা যাবে।
হালকা পাতলা গড়নের হওয়ায় কম্পিউটারটিকে বাসা বা অফিসের স্বল্প পরিসরে রেখে ব্যবহার করা যায়। ২১.৫ ইঞ্চি এইচডি মাল্টি টাচ ডিসপ্লে সম্বলিত এই অল-ইন-ওয়ান কম্পিউটারটিতে আরও রয়েছে ৩.০ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই-৩ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিক্স, এইচডি অডিও, ওয়েবক্যাম, বিল্ট-ইন স্পিকার, ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মেমোরি কার্ড রিডার, কিবোর্ড এবং মাউস প্রভৃতি।
৬১ হাজার টাকা মূল্যের এই টাচস্ক্রিন সুবিধার অল-ইন-ওয়ান কম্পিউটারটি দেশের বাজারে এনেছে শীর্ষ প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। আরও জানতে ভিজিট: www.globalbrand.com.bd।