আন্দোলন থেকে ফেরার সুযোগ নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
তিনি শনিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে এ কথা বলেন।
সরকারি সুযোগসুবিধা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর কর্তাব্যক্তিদের বক্তব্যের নিন্দা জানিয়ে আনোয়ার বলেন, ‘সরকারি কর্মকর্তারা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিচ্ছেন। এর মাধ্যমে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হলো। এর জবাব দিতে হবে।’