রাজধানীর মৎস্য ভবনের সামনে বোমা হামলায় পাঁচ পুলিশ দগ্ধ হয়েছে। দগ্ধ পাঁচ পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজাদ, কনেস্টবল মোর্শেদ, লিখন, বতিয়ার ও শামিম। এদের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। এরা সবাই ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।