বিশ্বকাপের বড় মঞ্চে নিজেকে চেনাতে চান তাসকিন আহমেদ। এই তরুণ পেসার জানিয়েছেন, ওয়ানডের সেরা টুর্নামেন্টে গতির ঝড় তুলতে চান তিনি।
দুই দিনের বিশ্রাম শেষে শনিবার আবার অনুশীলনে ফিরেন ক্রিকেটাররা। অনুশীলনের বিরতিতে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসেন তাসকিন ও আল-আমিন হোসেন।
তাসকিন বলেন, “বিশ্বকাপে খেলা সবারই স্বপ্ন, আমার সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে। সুযোগ হলে, নিজের সর্বস্ব দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো।”
তাসকিন জানান, পেসার হিসেবে জোরে বল তাকে করতেই হবে। তবে অভিজ্ঞতা থেকে জেনেছেন, শুধু পেস থাকলেই সাফল্য পাওয়া যাবে না। সঠিক লাইন, লেন্থে বল করাও জরুরি। একই সঙ্গে থাকতে হবে বৈচিত্র্য।
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে বিশ্বকাপের একাদশ আসর। ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তাসকিন। সেই অভিজ্ঞতা থেকে জানেন, এখানে সাফল্য পেতে ভালো জায়গায় বল করা জরুরি।
“সবাই বাউন্সি উইকেটের কথা বলছে; কিন্তু আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ভালো জায়গায় বল করা। বিগ ব্যাশ লিগ ও ভারত-অস্ট্রেলিয়া টেস্টে দেখেছি, ভালো জায়গায় বল করতে না পারলে ব্যাটসম্যানরা সহজেই খেলতে পারছে।”
তাসকিন জানান, বিশ্বকাপের সেরা দশ উইকেট সংগ্রাহকের তালিকায় থাকতে চান তিনি। নেটের অনুশীলন সেশন সেই লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে বলে মনে করেন এই তরুণ।
“নেটে বল করছি আমরা। আমরা স্পট বোলিং অনুশীলন করছি। সবকিছু মিলে খুব ভালো অনুশীলন হচ্ছে, আশা করি, এতে আমাদের অনেক সহয়তা হবে।”
আউট সুইং নিয়ে এখন কাজ করছেন তাসকিন। তবে বিশ্বকাপের আগে এ নিয়ে খুব বেশি পরিশ্রম করবেন না বলেই জানান তিনি। আপাতত নিজের শক্তির দিকটাকে আরো ঝালিয়ে নেয়াই তার লক্ষ্য।
রিয়াজ/প্রবাসনিউজ