মহান মুক্তিযুদ্ধের অমর শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার-সুরকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোবিন্দ হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এক শোকবাণীতে তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশ অর্জনে তাঁর অমর গান রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের প্রেরণার উৎস হিসেবে দেশপ্রেমে অনুপ্রাণিত করেছে। এই মহান শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
উল্লেখ্য, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ ‘এক সাগর রক্তের বিনিময়ে’ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিতকারী অনেক অমর গানের স্রষ্টা প্রয়াত গোবিন্দ হালদার।