জাতীয় সংসদে সরস্বতী পূজা!

অসাম্প্রদায়িক গণতন্ত্রে বিশ্বাসের নজির স্থাপন করতে জাতীয় সংসদে এবার হিন্দু সম্প্রদায়ের জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় সংসদে এবার ঐতিহাসিক একটি নজির স্থাপিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সরকার এ পূজা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আগামী ২৫ জানুয়ারি (রোববার) শ্রীপঞ্চমী তিথিতে সংসদে মহা ধুমধামে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এর আয়োজক পঙ্কজ দেবনাথ। পূজার দিন অর্চনা এবং সংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এই পূজার সর্বজনীনতা থাকায় সংসদের গেট সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে।
এদিকে সংসদে সরস্বতী পূজা নিয়ে চলছে টানটান উত্তেজনা। প্রথম পূজা কেমন হবে, আয়োজন ভালো হবে তো! কেমন জাঁকজমকপূর্ণ হবে, সেই চিন্তায় অস্থির আয়োজকরা।
আগামী ১৯ জানুয়ারি সংসদে অধিবেশন শুরু হচ্ছে। এরই মধ্যে অধিবেশন চালু থাকাকালীনই সরস্বতী পূজা করার অনুমতি দিয়ে নজির গড়লেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
পূজার প্রস্তাবটি দেন বরিশালের সাংসদ পঙ্কজ দেবনাথ। সেই প্রস্তাব প্রধানমন্ত্রী বিবেচনার জন্য পাঠিয়ে দেন স্পিকার শিরীন শরমিন চৌধুরীর কাছে। তিনি এ প্রস্তাবে অনুমতি দেন।
পঙ্কজ দেবনাথ বলেন, সংসদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইস্টার সানডেও পালিত হয়। কিন্তু হিন্দুধর্মাবলম্বীদের কোনো পূজা করা হয় না। তাই আমি ওই প্রস্তাবটি দিই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ নিয়ে চলেন। সব ধর্মের প্রতি সমান মর্যাদা দেয়ার কথা বলেন। তাই সংসদে সরস্বতী পূজা করার প্রস্তাবে তিনি সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছেন। পঙ্কজ দেবনাথ সনাতন হিন্দুধর্মাবলম্বীদের এই পূজায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এদিকে সরকারের কোনো শরিক দলও সংসদে সরস্বতী পূজা করার অনুমতি দেওয়ার দ্বিমত করেনি। জাতীয় পার্টিও স্বাগত জানিয়েছে এ সিদ্ধান্তকে।
জাতীয় পার্টির মুখপাত্র রুহুল আমিন হাওলাদার বলেছেন, সব ধর্মের সমানাধিকার থাকাটাই কাম্য।
পূজা উপলক্ষে সংসদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদের ডেপুটি সার্জেন্ট সাদরুল আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যে পূজা হচ্ছে। তা ছাড়া এটা প্রথম পূজা। বাড়তি নিরাপত্তা নেয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, পূজায় নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না।
এর মধ্যে গত সপ্তাহে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে প্রথম অমুসলিম ও আদিবাসী সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এর পরেই সংসদে প্রথম সরস্বতী পূজা অনুষ্ঠান অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।

সুত্র-যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.