ঢাকা: অবরোধের ১২তম দিনে রাজধানীর উত্তরায় মিছিল ও রাস্তা অবরোধ করেছে শিবিরের ঢাকা মহানগরী উত্তর শাখা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরী উত্তরের প্রশিক্ষণ সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে উত্তরার দক্ষিনখান এলাকায় মিছিল ও রাস্তা অবরোধ করে শিবিরকর্মীরা। স্লোগানের মাধ্যমে তারা প্রায় ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখে। এসময় রাস্তায় রিক্সাসহ সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিল ও অবরোধে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সাহিত্য সম্পাদক আজিজুল ইসলাম সজিব, দক্ষিণখান থানা সভাপতি কামরুজ্জামান সোহাগ, বিমানবন্দর থানা সভাপতি জাকেরুল ইসলামসহ স্থানীয় শিবির নেতারা। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।