বাংলা একাডেমির সামনে ছাত্রদলের মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকা: ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে বাংলা একাডেমি থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়। এসময় চরটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা একাডেমির সামনে থেকে ছাত্রদলে অন্তত ৬০ নেতাকর্মী একটি মিছিল বের করে টিএসসির দিকে যায়। এ সময় তারা ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ছাত্রদল কেন্দ্রীয় সংগদের যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ আরেফিনের নেতৃত্বে মিছিলে অংশ নেন ছাত্রদল নেতা মোকলেসুর রহমান, আল মেহেদী তালুকদার, সুমন, বাপ্পু সুব্রত, শ্যামল, সোহরাব, মাতিশ, আকতার, রনি, মাসুম, মির্জা, মামুন প্রমুখ।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ‌্যালয় শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *