যৌথবাহিনীর পরিচয়ে আটক ও গুম ছেলে ও পুত্রবধূর জন্য এক মায়ের আকুতি

যৌথবাহিনীর পরিচয়ে শতাধিক লোকের উপস্থিতিতে তুলে নিয়ে যাওয়া কাজের মেয়েসহ ছেলে ও পুত্রবধূকে ফেরত দেয়ার দাবি জানিয়েছেন মা মাতোয়ারা বেগম।

বৃহস্পতিবার রাতে রংপুর রিপোর্টার্স ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি তাদের জীবিত ফেরত দেয়ার দাবি জানান। এজন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

প্রশাসনের কাছে নিখোঁজ সন্তান ও পুত্রবধূর সন্ধান দাবি করে মাতোয়ারা বেগম লিখিত বক্তব্যে বলেন, “গত বুধবার বিকালে চিথলি দক্ষিণপাড়া গ্রামে যৌথবাহিনীর পরিচয়ে অভিযান চালানোর সময় শতাধিক লোকের সামনে আমার ছেলে ঘুমন্ত আল-আমিন কবিরকে ঘর থেকে বের করে এনে জনসম্মুখে বেধম মারপিঠ ও অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে তাকে কালো কাপড়ে চোখ মুখ বেঁধে তাদের হেফাজতে নিয়ে যায়। এ সময় আল-আমিনের স্ত্রী বিউটি বেগম ও স্থানীয় ছাত্রবাসের কাজের মহিলা মৌসুমীকেও তুলে নিয়ে যায় যৌথবাহিনীর সদস্যরা।”

সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য জাকারিয়া ও জহির উদ্দিন।

শাহজাহান মিয়ার স্ত্রী মাতোয়ারা বেগম অভিযোগ করে বলেন, “এঘটনার পর থেকে বিভিন্ন মাধ্যম থেকে খবর আসে আল-আমিনের দুপায়ে গুলি করা হয়েছে।ক্রসফায়ারের ভয়ভীতি দেখানো হচ্ছে। ”

মাতোয়ারা বেগম বলেন, “ঘটনার ৩০ ঘন্টার পার হয়েছে। আমি রংপুর কারাগার, কোর্ট, কোতয়ালী থানা, মিঠাপুকুর থানা, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করে আমার ছেলে ও পুত্রবধূর কোনো সন্ধান পাইনি।”

এ সময় তিনি যৌথবাহিনীর নির্যাতনে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি আমার নিরাপরাধ সন্তান ও পুত্রবধূর জীবনের নিরাপত্তাসহ সুস্থ শরীরে ফেরত চাই। ”

এজন্য তিনি প্রশাসন ও মিডিয়ার সহযোগিতা কামনা করেন।
ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, “আল-আমিন কবির, তার স্ত্রী ও কাজের মেয়েকে আটক করার কোন তথ্য আমাদের কাছে নেই।”

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *