হরতাল-অবরোধে পর্যটক শূন্য কুয়াকাটা

রাজনৈতিক সহিংসতা, হরতাল ও অবরোধের ফলে পর্যটন নগরী কুয়াকাটা এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে।

ভরা পর্যটন মৌসুমে কুয়াকাটা পর্যটকে মুখরিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে হোটেল-মোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম ট্রান্সপোর্টসহ বিভিন্ন স্তরের ব্যাবসায়ীদের এখন বেহাল দশা। পর্যটন নির্ভরশীল ব্যবসায়ীরা এখন হতাশায় দিন কাটাচ্ছেন। পাশাপশি ক্ষুদে ব্যবসায়ীরা কাটাচ্ছেন অলস সময়, ভূগছেন হতাশায়।

পর্যটনমুখী ব্যবসায়ীরা ভরা পর্যটন মৌসুমের এই তিন মাসে তাদের লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবে এ আশায় অপেক্ষা করে থাকেন। বর্তমানে তাদের সে আশার গুড়ে বালি। রাজনৈতিক অস্থিরতার কারণে কুয়াকাটার পর্যটন শিল্পে ধস নামতে শুরু করেছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বিগত বছর গুলোয় এ সময়টাতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। হোটেল-মোটেলে কোনো সিট ফাঁকা থাকে না। আর এ বছর কুয়াকাটায় কোনো পর্যটক নেই। হোটেলের সব রুম খালি পড়ে আছে।

কুয়াকাটা সি ট্যুরিজমের পরিচালক জনি আলমগীর বলেন, ‘আমাদের এখানে ১৮টি ট্যুরিজম বোট রয়েছে। প্রতিটি বোটের ১৫-২০ জন স্টাফ আছে। ট্যুরিজম বোট মালিকরা তাদের স্টাফদের বেতন কীভাবে দেবে বর্তমানে তা নিয়ে দুঃশ্চিন্তায় আছেন তারা।’

সরকার ও বিরোধীদলকে সমঝোতার ভিত্তিতে বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানের অনুরোধ জানান কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *