গ্রেফতারের মাধ্যমে প্যারিসে জিম্মি সঙ্কটের অবসান

ঢাকা: প্যারিসে কোনো ধরনের হতাহত ছাড়াই জিম্মি সঙ্কটের অবসান হয়েছে। পুলিশ পোস্ট অফিসে হামলাকারী বন্দুকধারীকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। পরে সেখান থেকে তিন জিম্মিকে মুক্ত করা হয়।

তবে কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, বন্দুকধারী আত্মসমর্পন করেছে।

পুলিশ বলছে, গত সপ্তাহের মৌলবাদের হামলার সঙ্গে বন্দুকধারীর কোনো যোগসূত্র নেই।

গত সপ্তাহে ধারাবাহিক হামলার রেষ কাটতে না কাটতেই চলতি সপ্তাহের শুরুতে আবারও হামলা করা হল।

শুক্রবার একজন সশস্ত্র বন্দুকধারী পোস্ট অফিসের ভেতরে ঢুকে অজ্ঞাত তিনজনকে জিম্মি করে রাখে। এমন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হন। আশেপাশের এলাকা বন্ধ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *