ঢাকা: জল্পনা ছড়িয়ে ছিল আগেই। এবার তার সত্যতা স্বীকার করে নিলেন পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা জানালেন রোনাল্ডোই। অন্তত এমনটাই খবর সংবাদমাধ্যমে। টুইটারে ২৯ বছরের মডেল কন্যা রিয়াল মাদ্রিদ তারকাকে আনফলো করে দেওয়ার পর জল্পনা ছড়িয়েছিল। পরে ফিফা তৃতীয় ব্যালন ডি’অরের রাতে ইরিনার অনুপস্থিতিতে সেই গুঞ্জন আরও জোরাল হয়।
রোনালদোর সঙ্গে জুরিখের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুধু তাঁর মা ও ছেলে। গত বারও যে অনুষ্ঠানে ফুটবল তারকার বাহুবন্ধনে আবদ্ধ ছিলেন ইরিনা শায়েক, তিনি নেই কেন? লিওনেল মেসির সঙ্গে যেখানে তাঁর বান্ধবী আন্তোনেলা, সেখানে সঙ্গিনী-হীন রোনালদোকে যেন আরও বেশি প্রকট দেখায়। ব্যালন ডি’অরের রাতেই গুজবের আরও মশলা অপেক্ষা করে ছিল। পুরস্কার নিয়ে রোনালদো ধন্যবাদ জানালেন তাঁর মা’কে, পুরস্কার উৎসর্গ করলেন তাঁর ছেলে ক্রিশ্চিয়ানিনহোকে, কিন্তু এক বারের জন্যও রাশিয়ান সুপারমডেল বান্ধবীর নাম মুখে আনলেন না। বরং ব্যালন ডি’অরের গালা ডিনারে তাঁর যাবতীয় মন্তব্য থাকল ফুটবল নিয়েই।
এবার একটি পর্তুগিজ সংবাদপত্রর দাবি, রোনালদো তাঁর বাড়ির লোকজনদের ইরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। সংবাদপত্রটির এ সংক্রান্ত খবরের শিরোনামে লেখা হয়েছে, সিআর ৭ বাড়ির লোকজনদের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। ইরিনার সঙ্গে ৫ বছরের রোমান্সের অবসান ঘটিয়েছেন তিনি।