ঢাকা: থানা ছেড়ে পালাচ্ছে পুলিশ। তাহলে বোঝেন পরিস্থিতি কতোটা ভয়ঙ্কর!
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খাণ্ডোয়া। এলাকা দখল নিয়ে দু’দল হিজড়ার মধ্যে মারামারির অভিযোগ জানাতে গিয়ে থানায় এমন তাণ্ডব তারা করলো যে থানা পালিয়েও রক্ষা হলো না পুলিশের। শেষে হাতজোড় করে ক্ষমা চাইতে হলো।
পুলিশ জানিয়েছে, এলাকা দখল নিয়ে কয়েক দিন ধরে দু’দল হিজড়ার মধ্যে ঝামেলা লেগেই ছিল। কিন্তু মঙ্গলবার ঝামেলা অন্য দিকে মোড় নেয়। মারামারির সময় ছুরি দিয়ে কয়েকজনকে আঘাত করা হয়। ফলে আক্রান্ত হিজড়ারা থানায় যান অভিযোগ জানাতে।
কিন্তু পুলিশের গড়িমসি দেখে অকথ্য গালিগালাজ শুরু করে তারা। কিন্তু হঠাৎ এক নারী এসআই তাদের ভুয়া বলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। থানার মধ্যেই তাণ্ডব শুরু করে তারা। চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ছুঁড়তে থাকে। এরপরই ওই মন্তব্যের প্রতিবাদ করায় তারা নগ্ন হয়ে যায়। বেগতিক বুঝে থানা থেকেই পালাতে থাকেন একের পর এক কনস্টেবল।
থানা থেকে বেরিয়ে কনস্টেবলদের ধাওয়া করে ছাদে উঠে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে তারা। এসময় তাদের হাতজোড় করে অনুরোধ করেন অন্য পুলিশকর্মীরা।
ওসি কন্ট্রোলরুমে ফোন করে ঘটনা জানানোর পর সিএসপি থানায় আসেন। কিন্তু প্রতিবাদ তখনও চলছে সমানে। তিনি ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়।