ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সাবেক ফুটবলার আমিনুল ইসলামের নেতৃত্বে নয়জনের একটি খেলোয়াড় দল খালেদার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের একথা জানান।
এদিন রাত পৌনে ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদার সঙ্গে দেখা করতে যান তারা।
রাত সাড়ে ৯টায় খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আমিনুল বলেন, ম্যাডাম সুস্থ আছেন। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানিয়েছেন।
এ সরকারের বিরুদ্ধে জনগণকে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন বলেও জানান আমিনুল।
আমিনুল খেলোয়াড়দের পক্ষ থেকে সংলাপের মাধ্যমে চলমান অস্থিতিশীল অবস্থা দূর করার দাবি জানান।