ছাত্রলীগ-যুবলীগকে থামিয়ে রেখেছি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীরা আমার কাছে অনুমতি চেয়েছিল বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর ও ব্যক্তিগত সম্পত্তি জ্বালিয়ে দিতে। কিন্তু আমি থামিয়ে রেখেছি। তবে সাবধান করছি সীমা লঙ্গন করবেন না। জ্বালাও পোড়াও করে মানুষ মারবেন না। আমরা সহ্য করব না। আল্লাহ বলেছেন ধৈর্য্য ধরতে। তাই ধৈর্য্য ধরেছি।

শক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিজয় দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভপাতিত্ব করেন কুতুবপুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মজিবুর রহমান।

শামীম ওসমান আরো বলেন, মঞ্চের আশেপাশে কোন মাদক ব্যবসায়ি থাকলে চলে যান। মাদক একটি সমাজ সংসার দুটিকেই ধ্বংস করে দেয়। জমি দখলকারি, সন্ত্রাস ও ইভটিজার সে যে-ই হোক তার ছাড় নেই।

তিনি উপস্থিত এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আপনারা আমাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ দেন। আমি আপনাদের একটি সুন্দর সমাজ উপহার দেই। আপনারা শুধু বলেন কোথায় কি লাগবে করে দেব।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, সারাদেশে খালেদা জিয়ার নির্দেশে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। সাধারণ মানুষগুলো দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। নির্দেশদাতাদের ওপর খোদার গজব পড়বে।

ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সাবির্ক তত্ত্বাবধায়নে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নীপু ও জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.