সম্প্রতি একটি নাটকের শুটিং করতে রাজশাহীর কুঠিবাড়িতে গিয়েছিলেন অভিনেতা রওনক হাসান। কুঠিবাড়ির চৌদ্দ শিকে শুটিং করার অভিজ্ঞতা নিয়ে গত ১৫ জানুয়ারি, তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন রওনক।
পোস্টে তিনি লিখেছেন, ‘রাজশাহী কুঠিবাড়ির চৌদ্দ শিকে…এইখানে বৃটিশরা বাংলার মানুষকে অমানবিক নির্যাতন করে বন্দি করে রাখতো …এখানে ঠিক চৌদ্দটা শিকই আছে ..শুটিংয়ের প্রয়োজনে এর ভেতর আমাকে অল্প সময়ের জন্য থাকতে হয়েছিলো…যতক্ষণ ছিলাম আমার কেমন জানি বোধ হচ্ছিলো …আমি দিব্বি দেখতে পাচ্ছিলাম ..সেইসব দিনগুলি …কি ভীষণ নির্মম…..কৃষকের দেহ থেকে রক্ত ঝরে যাচ্ছে আর বৃটিশ বেনিয়াদের সুরার গ্লাস উপচে উপচে পড়ছে…