গুগল গ্লাস’ আইওয়্যার তৈরির কাজ বন্ধ করছে গুগল। বৃহস্পতিবার গুগলের তরফে এক ব্লগে এই ঘোষণায় হতাশ গ্যাজেটপ্রেমীরা। যদিও সংস্থার দাবি, ‘হারিয়ে যাচ্ছে গুগল গ্লাস!’
গুগল গ্লাস উৎপাদনের কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে। ভবিষ্যতে ফের চালু করাও হতে পারে। যদিও গ্যাজেটদুনিয়ার খবর যারা রাখেন, তারা বিলক্ষণ জানেন, গুগল গ্লাস মোটেও সংস্থাকে লাভের মুখ দেখাতে পারেনি। তাই ঢাকঢোল পিটিয়ে নয়, বরং স্রেফ একটি ব্লগে পোস্ট করেই মুখরক্ষা করতে চাইল গুগল, মতো গ্যাজেটপ্রেমীদের।
সংস্থার তরফ থেকে ব্লগ পোস্টে লেখা হয়েছে, গুগল যেভাবে ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করে, সেভাবেই কাজ চালিয়ে যাবে। আপাতত গুগল গ্লাসের কাজ বন্ধ রাখা হচ্ছে। ভবিষ্যতে এই আইওয়্যারের আধুনিকতম ভার্সান তৈরি করতে পারলে তা প্রকাশ্যে আনা হবে।
ইতিমধ্যেই ভার্জিন এয়ারলাইন্সের মতো সংস্থা বাণিজ্যিকভাবে গুগল গ্লাসের ব্যবহার শুরু করেছিল। কিন্তু তার ফলাফল মোটেও সন্তোষজনক নয়। এমনকী প্রকাশ্যে যারা গুগল গ্লাস পরে রাস্তায় বেরোচ্ছেন, আক্রোশবশত তাদের উপরেও হামলা হয়েছে মার্কিন মুলুকে।