তাবলীগ জামায়াতের লাখো লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদীর তীর।
শুক্রবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইসমাইল হোসেনের আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব।
প্রায় অর্ধশতাধিক দেশের তাবলীগ অনুসারী বিদেশি মেহমান ছাড়াও বাংলাদেশের ৩৪টি জেলার মসল্লিরা ইজতেমায় দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন। ময়দানে ৩৯টি খিত্তায় অবস্থান করছেন। আগামী ১৮ জানুয়ারি রোববার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার এই পর্বটি।
গত পর্বের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ৫ স্তর নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। কাজ করছে র্যাব, পুলিশ ও আনসারসহ নিরাপত্তা বাহিনীর ১২ সহস্রাধিক সদস্য।