ঢাকা: বিজিবি প্রধানের বক্তব্য অসাংবিধানিক বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ চলমান শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের নেতা-কর্মীদের ওপর গুলি চালানোর জন্য বিজিবিকে যে নির্দেশ দিয়েছেন তা অসাংবিধানিক ও আইনের পরিপন্থি বলে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মুজিবুর রহমান বলেন, ‘বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিজিবির সদস্যদেরকে রাজনৈতিক আন্দোলনের নেতা-কর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা তথা গুলি চালানোর যে অন্যায় নির্দেশ দিয়েছেন তা সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত। তার এ নির্দেশ অসাংবিধানিক ও বিদ্যমান আইনের পরিপন্থী। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অতি উৎসাহী কতিপয় কর্মকর্তা তাদের পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এসব অতি উৎসাহী কর্মকর্তা রাজনৈতিক আন্দোলনের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গুলি চালাচ্ছে, বাড়িঘরে হামলা করছে এবং ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। তাদের এ ভূমিকা দেশবাসীকে বিস্মিত করেছে। বিজিবির মহাপরিচালক গুলি চালানোর যে নির্দেশ দিয়েছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।’
তিনি বলেন, ‘আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, চলমান গণতান্ত্রিক আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। সরকার দলীয় সন্ত্রাসীদের দ্বারা দেশে হত্যা, খুন ও নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনকে তারা আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে প্রচার করে জনগণের বুকে গুলি চালাচ্ছে। এ ভূমিকা পালন করে তারা দেশের সাড়ে ১৬ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা এসব হঠকারী, অসাংবিধানিক ও বেআইনি ভূমিকা পালন করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, গতকাল বৃস্পতিবার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক প্রেস ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ‘প্রথমেই কাউকে গুলি করার নির্দেশ আমরা দেইনি। প্রথমে আমরা তাদের ধাওয়া দিয়ে কিংবা বিকল্প কোনো পন্থায় পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করবো। কিন্তু তাতেও যদি কাজ না হয় সে ক্ষেত্রে গুলি চালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।’