র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মতিউর রহমান (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মতিউর জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের মন্টু আলীর ছেলে।

আটককৃত হযরত একই উপজেলার চর চৌধুরীপাড়া গ্রামের তৈয়মুর রহমানের ছেলে ও শ্যামল জহুরপুর এলাকার মূখার্জির ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, বৃহস্পতিবার শিবগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সময় শ্যামপুর নারী কল্যাণ স্কুলের কাছে থেকে মতিউর ও পরে হযরত (১৮) ও শ্যামল (১৮) নামে দুই জনকে আটক হয়।

পরে তাকে নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার সময় কানসাট বাজার এলাকায় গেলে সেখানে অবস্থানকারী মতিউরের অপর সহযোগীরা র‌্যাবের ওপর গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ার সময় আটককৃত মতিউর পালানোর চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে মতিউর নিহত হন। সেখান থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভালবার, ২টি এলজি বন্দুক, ২টি ওয়ান সুটারগান, ৫ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন, ১৭টি ককটেল, ১০টি পেট্রোলবোমা ও ৫টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে মতিউরের লাশ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল ফারুক কুইজ জানান, নিহত মতিউর রহমান শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিল।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ হারুন নিহত মতিউরকে তাদের ছাত্রদলের সাবেক কর্মী বলে দাবি করেন।

আটককৃতরা জিজ্ঞাসাবাদের জানায়, শিবগঞ্জের কানসাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ট্রাকে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাসকতামূলক কর্মকাণ্ডে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *