ঢাবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্রাব করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’টি হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে জিয়া হল ছাত্রলীগের সভাপতিসহ ৪০/৪৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ জড়িতরা সবাই ছাত্রলীগের কর্মী।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কবি জসীমউদদীন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জসীমউদদীন হল সংলগ্ন টং দোকানে খেতে আসেন জিয়া হলের শিক্ষার্থী ইমরান (ইংরেজি, ৪র্থ বর্ষ)। তিনি বের হয়ে যাওয়ার পথে জসীমউদদীন হলের সীমানা প্রাচীর ঘেঁষে প্রস্রাব করেন। তা দেখে প্রতিবাদ করেন জসীমউদদীন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা হামিদ (বাংলা, মাস্টার্স)। এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে জসীমউদদীন হলের আরো কয়েকজন গিয়ে ইমরানকে মারধর করেন।

ইমরানকে মারধরের খবর জিয়া হলে পৌঁছলে ওই হলের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হয়ে জসীমউদদীন হলের ওই শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এভাবেই সংঘর্ষের সূত্রপাত। পরে সোয়া ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষ পরস্পরের প্রতি ইট পাটকেল ছুঁড়তে থাকে।

খবর পেয়ে প্রক্টর এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে আসেন। তবে উভয় পক্ষই বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকায় তারা এগুতে পারেননি।

পরে শাহবাগ থানা পুলিশের সহায়তা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

সংঘর্ষে জিয়া হল ছাত্রলীগের সভাপতিসহ ৪০/৪৫ জন আহত হয়েছেন বলে প্রক্টর জানিয়েছেন।

আহতদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছেন।

আহত জিয়া হলের তিন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তারা হলেন রুস্তম (দ্বিতীয় বর্ষ), অর্ণব (২য় বর্ষ) এবং জিয়া হল শাখা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জহির। জসীমউদদীন হলের আহতদের মধ্যে রয়েছেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জিতু (৪র্থ বর্ষ), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ (৩য় বর্ষ), মাহমুদ (২য় বর্ষ) প্রমুখ।

জিয়া হল ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওনও আহত হন। তার মাথায় একাধিক সেলাই লেগেছে বলে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *