ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন নাইমুর রহমান দুর্জয়। এ পদে থাকা আকরাম খানকে সরিয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আর, বিশ্বকাপে টাইগার দলের ম্যানেজারের দায়িত্বে নিয়োগ পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে বোর্ড মিটিং শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
তিনি জানান, আগামী নভেম্বরেই বিপিএলের তৃতীয় আসরের আয়োজন করা হতে পারে।